ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে কিশোরের লাশ উদ্ধারের ঘটনায় ৩জন গ্রেপ্তার॥কোর্টে স্বীকারোক্তি
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৬-২৭ ১৬:৫৮:৫১
ফাইল ফটোঃ গত ২৬শে জুন সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে

গত ২৬শে জুন সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের পাট ক্ষেত থেকে আজিম মোল্লা ওরফে বাদল(১৫) নামে কিশোরের লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। 
  নিহত কিশোরের ভাই বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ একই গ্রামের সবুর শেখ(২২), স্বাধীন মন্ডল(১৬) ও তোজাই মোল্লা(১৬) নামে ৩জনকে গ্রেফতার করেছে। 
  গতকাল ২৭শে জুন গ্রেফতারকৃত ৩জন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। 
  এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রাজিবুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে ঘটনাটি মেয়েলী ও পাওনা টাকা-পয়সার বিরোধ কেন্দ্রীক বলে তারা ইঙ্গিত দিয়েছেন।
  উল্লেখ্য, নিহত আজিম মোল্লা ওরফে বাদল বড় হিজলী গ্রামের হুমায়ন মোল্লার ছেলে। গত ২৬শে জুন সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে ঘাস কাটতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত ছাড়াও তার পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ