ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
পাংশার পদ্মা পাড়ের পার্কে উপচেপড়া ভিড়॥প্রয়োজন অবকাঠামো উন্নয়নের
  • পাংশা প্রতিনিধি
  • ২০২০-০৮-০৩ ১৭:৪৫:৩৭

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা পাড়ের আবু হেনা পার্কে সৌন্দর্য পিয়াসী মানুষের উপচেপড়া ভিড় বাড়ছে। 
  বিনোদনের আশায় অসংখ্য মানুষ সেখানে বেড়াতে আসছে। অনেকে নৌকায় ভ্রমণ করে আনন্দ উপভোগ করছে। কিন্তু সেখানে বেড়াতে আসা হাজারও মানুষকে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। 
  পাংশা উপজেলা পরিষদের উদ্যোগে সেখানে একটি গোলঘর, কয়েকটি পাকা বেঞ্চ ও নদীর পানিতে নামার জন্য একটি পাকা সিঁড়ি নির্মিত হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। এ অবস্থায় সেখানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবী উঠেছে। 
  এ ব্যাপারে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ২ দফায় ৬ লক্ষ টাকা ব্যয়ে সেখানে কিছু স্থাপনা তৈরী করা হয়েছে। তবে সেখানে আরও স্থাপনা নির্মাণ করা প্রয়োজন। উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা
বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী
গোয়ালন্দে ভোট গ্রহণ কর্মকর্তাদের  সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ