ঢাকা রবিবার, অক্টোবর ৬, ২০২৪
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন
  • যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২০-০৮-০৩ ১৭:৪৬:৩০

মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশীরা গত শুক্রবার(৩১শে জুলাই) অন্যরকম এক ঈদ-উল আযহা উদযাপন করেছে। 
  করোনা ভীতিকে সঙ্গী করেই ঈদের দিন সকালে নিউজার্সির বাংলাদেশী অধ্যুষিত প্যাটারসন সিটিসহ বিভিন্ন স্থানের মসজিদে সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েক দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লীরা ৬ ফুট অন্তর দাঁড়িয়ে মুখে মাস্ক পরিহিত অবস্থায় নামাজ আদায় করেন। অনেকে বাড়ীতেও ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে কোলাকুলির চিরচেনা দৃশ্যটি এবার ছিল একেবারেই অনুপস্থিত। ঈদের নামাজ শেষে প্রবাসীরা দেশে ও প্রবাসে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে টেলিফোন, স্কাইপি, জুম, মেসেঞ্জারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে অনেক বাংলাদেশী ছুঠে যান নিকটস্থ গ্রোসারী স্টোর অথবা ফার্মে পশু কোরবানী দিতে। 

রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
পবিত্র হজ্ব পালনে সস্ত্রীক মক্কায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী
সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ