ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে কালুখালীর ৩টি বেকারী ও মিষ্টির দোকানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-১৮ ১৫:২৬:২৮
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ১৮ই জুলাই কালুখালী উপজেলার ৩টি বেকারী ও মিষ্টির দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৩টি বেকারী ও মিষ্টির দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ১৮ই জুলাই অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা, উৎপাদিত পণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কালুখালী উপজেলার চরনারায়ণপুর এলাকার হুমায়ুন বেকারীকে ৪ হাজার টাকা, গান্ধিমারা বাজারের পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও একই বাজারের আনন্দ দধি ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ