কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৫ই আগস্ট বিকালে দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাবের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ খালেক মন্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন সরদার, মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা পারভীন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।