রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল ৫ই আগস্ট দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন ও হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় দলকে আরও সুসংগঠিত করা এবং জাতীয় শোক দিবস পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।