ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ী সদরের দর্পনারায়ণপুরে সিলিং কেটে হার্ডওয়্যারের দোকানে চুরি
  • আশিকুর রহমান
  • ২০২২-০৮-২৬ ১৪:১৭:৩২

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউপির দর্পনারায়ণপুর ফেলু’র দোকান এলাকার আল রাফি ট্রেডার্স নামক একটি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকানে গত ২৫শে আগস্ট রাতে চুরির ঘটনা ঘটে। 
  দোকানী ইমরান শেখ জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি দোকান তালাবদ্ধ করে বাড়ী চলে যান। গতকাল ২৬শে আগস্ট সকালে তিনি দোকান খুলে দেখেন দোকানের সিলিং কেটে ড্রয়ার ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা ও ১টি স্মার্ট ফোন চুরি হয়েছে। চোরেরা দোকানের সিসি ক্যামেরার তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে। তার ধারণা চেনাজানা কেউ এই চুরির ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। থানার এসআই নুরুল ইসলামমহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ খবর লেখা পর্যন্ত থানায় চুরি মামলা রেকর্ড হয়নি।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ