ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
রাজবাড়ীতে ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-২৭ ১৪:১১:১০
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৭শে আগস্ট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সচেতনতামূলক সভায় সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে গতকাল ২৭শে আগস্ট চেম্বার ভবনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 
  রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, পরিচালক মোঃ আব্দুস ছালাম মন্ডল, পরিচালক মোঃ নুরুল হক আলম, পরিচালক মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ। 
  সভায় বক্তাগণ উপস্থিত সকল শ্রেণী পেশার ব্যবসায়ীবৃন্দের উদ্দেশ্যে চলমান সময়ে সকল প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম যথাযথ সরকারী বিধি ও নীতি নৈতিকতার অধীনে পরিচালনা করবার জন্য উৎসাহ ও নির্দেশনা প্রদান করেন। 
  সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারাসমূহের প্রয়োগ ও ব্যবহার বিষয়ে উপস্থিত সকলকে অধিকতর সচেতন করার লক্ষ্যে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয় সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। 
  সভায় জানানো হয় নিয়মিত বাজার তদারকি ও লিখিত অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা চলমান রাখার পাশাপাশি সচেতনতাবৃদ্ধিমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

 

কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
ফরিদপুরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ