ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
রাজবাড়ীর সদরের চন্দনী বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-৩১ ১৪:৫০:৪৪
রাজবাড়ী থানা পুলিশের আয়োজনে গতকাল ৩১শে আগস্ট বিকালে চন্দনী বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় থানার ওসি মোঃ শাহাদাত হোসেনের বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানা পুলিশের আয়োজনে গতকাল ৩১শে আগস্ট বিকালে চন্দনী বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
  রাজবাড়ী থানার ওসি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় অপরাধ নিয়ন্ত্রসহ আইন-শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ