ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-১২ ১৪:০৪:১৬
বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গুচ্ছগ্রামে গতকাল ১২ই সেপ্টেম্বর দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ২৪টি ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গতকাল ১২ই সেপ্টেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ২৪টি ঘরের কাজ পরিদর্শন করেন। 
   এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, ইউপি সদস্যগণ ও ঘর বরাদ্দপ্রাপ্তগণসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
   পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু কায়সার খান ঘর বরাদ্দপ্রাপ্তদের উদ্দেশ্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর দ্রুতই আপনাদের নিকট হস্তান্তর করা হবে। ঘরের সঙ্গে আপনাদেরকে ২ শতাংশ করে জমিও দেয়া হবে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ