ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দির বহরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-১৬ ১৪:২৩:৪০
বালিয়াকান্দি উপজেলার বহরপুরে গতকাল ১৬ই সেপ্টেম্বর বিকালে বহরপুর রেলওয়ে মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিএনবিএস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেঘলা আকাশ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয় খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দলের খে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিএনবিএস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ১৬ই সেপ্টেম্বর বিকালে বহরপুর রেলওয়ে মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী সদরের মেঘলা আকাশ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে মাগুরা পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ