ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
রাজবাড়ী সদরের বেথুলিয়ার ডাঙ্গীপাড়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত
  • শেখ মামুন
  • ২০২২-০৯-২৩ ১৫:৩৩:১২

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া ডাঙ্গীপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ের হালটের খালে গতকাল ২৩শে সেপ্টেম্বর বিকালে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  
   রামকান্তপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কৃষক লীগ এই ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। বাহারী নামের স্থানীয় ৬টি ভেলা বাইচ দল এতে অংশগ্রহণ করে। দলগুলো হলো-সোনার বাংলা, মায়ের দোয়া, চাচা-ভাতিজা, পারলে ঠেকাস, ছোট ভেলা ও আখেরী হামলা। অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্য সংখ্যা ছিল ২ জন করে। তাদের মধ্যে আখেরী হামলা দল ১ম, পারলে ঠেকাস দল ২য় ও চাচা-ভাতিজা দল ৩য় স্থান অধিকার করে। খেলা শেষে অতিথিগণ বিজয়ী দলসহ অংশগ্রহণকারী দলগুলোরমধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে ১ম স্থান অধিকারী দলকে ১টি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ও ২য় স্থান অধিকারী দলকে ১টি মোবাইল ফোন দেয়া হয়। রামকান্তপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফেজ শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন সিকদার। সঞ্চালনায় ছিলেন ওয়াহিদুজ্জামান ওহিদ ও জিহাদুর রহমান মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ শাহিন। খালের পানিতে নেমে ভেলা বাইচ পরিচালনা করেন বাহাদুর মোল্লা, নবু শেখ, নিজাম মীর ও হাই মৌলিক। বিপুল সংখ্যক মানুষ এই ভেলা বাইচ উপভোগ করেন।  

 

কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
ফরিদপুরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ