ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
বালিয়াকান্দিতে পুলিশের সৌজন্যে চুরি হওয়া ভ্যান ফিরে পেল চালক জালাল
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-২৫ ১৪:২৪:০৭

গত ২৪শে সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রাম থেকে জালাল মল্লিক নামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়।
    চোর ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের নেতৃত্বে থাকা পুলিশের টহল দলের সামনে পড়ে। দ্রুত গতিতে ভ্যানটি চালিয়ে যেতে দেখে তাদের সন্দেহ হলে তারা ভ্যানটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক ভ্যানটি না থামিয়ে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশ ভ্যানটিকে পিছু ধাওয়া করলে চোর ভ্যানটিকে রাস্তার পাশের একটি বাগানের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল ২৫শে সেপ্টেম্বর সকালে ভ্যানটি মালিক জালাল মল্লিকের কাছে বুঝে দেয়া হয়। ভ্যান ফিরে পেয়ে জালাল মল্লিক থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম ও থানার এসআই রাজিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ