ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে গোয়ালন্দ বাজারের ২টি মিষ্টির দোকানের জরিমানা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৯-২৫ ১৪:২৬:৫৭

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের ২টি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
   গতকাল ২৫শে সেপ্টেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ বাজারের ভরত মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা ও একই বাজারের শওকত মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ