ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
পাংশা মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ আসামীসহ গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২২-০৯-২৫ ১৪:২৯:২২
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪শে সেপ্টেম্বর রাতে থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের ৭ আসামী গ্রেফতার হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের ৭ আসামী গ্রেফতার হয়েছে। 
   গত ২৪শে সেপ্টেম্বর রাতে থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো-পাংশা পৌরসভার মৈশালা গ্রামের আরশেদ মল্লিকের ছেলে সোহেল মল্লিক, মাগুরাডাঙ্গী গ্রামের আকবর আলী দেওয়ানের ছেলে আমিরুল দেওয়ান, কলিমহর ইউনিয়নের বেজপাড়া গ্রামের মৃত নাছের প্রামানিকের ছেলে তৌহিদ প্রামানিক ও শহিদ প্রামানিক, সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা গ্রামের মনছুর মন্ডলের ছেলে সবুজ মন্ডল, হাসানের ছেলে রাজা ও মোতালেব মন্ডলের ছেলে জুয়েল মন্ডল। তাদের মধ্যে সোহেল মল্লিক জিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং অন্যান্যরা ওয়ারেন্টের আসামী। গতকাল ২৫শে সেপ্টেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ