আসন্ন রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ জেলার বিভিন্ন ইউপিতে গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল ২৫শে সেপ্টেম্বর কালুখালী উপজেলার মাজবাড়ী ও মদাপুর ইউপি এবং রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউপিতে গণসংযোগ করেন তিনি।
জানা যায়, গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে মাজবাড়ী ইউপিতে, বিকেলে সুলতানপুর ইউপিতে এবং রাত ৮টার দিকে মদাপুর ইউপিতে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ।
সুলতানপুর ইউপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন। সুলতানপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা পৌরসভার সাবেক মেয়র মাসুদ বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, রাজবড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউপির চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, এডভোকেট সফিকুল হোসেন, সফিকুল ইসলাম সফি, আবদুস সালাম মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাজবাড়ী ইউপিতে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম এবং মদাপুর ইউপিতে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজকে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।