ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
গোয়ালন্দে দুর্গা পূজা মণ্ডপে সাজসজ্জার কাজ শেষ॥অপেক্ষা শুধু ঢাকের বারির
  • আবুল হোসেন
  • ২০২২-০৯-২৮ ১৫:৫০:০৫

আর মাত্র বাকি দুই দিন। এরপরই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। 

   রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গা পূজা মণ্ডপের সাজসজ্জা কাজ শেষ। ১লা অক্টোবর ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। তাই উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপগুলোর প্রতিমার রং-তুলি ও সাজ-সজ্জার কাজ শেষ করেছেন মৃৎ শিল্পীরা। এখন অপেক্ষা শুধু ঢাকের বারির। এ বছর গোয়ালন্দ উপজেলায় ২৩টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই শারদীয় দুর্গোৎসব। 

   দৌলতদিয়া বাজার দুর্গা পূজা মণ্ডপের দেখাশোনাকারী কালিপদ বাবু বলেন, আমি ২৫ বছর ধরে এই পূজা মণ্ডপের দেখাশোনার কাজ করে আসছি। প্রতি বছরের মতো এবারও আমাকে পূজা মণ্ডপ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি গুরুত্ব সহকারে পূজা মণ্ডপের কাজগুলো করে থাকি। আমাদের পূজা মণ্ডপের সাজসজ্জার কাজ শেষ হয়েছে। আর মাত্র দু’দিন পরই শুরু হবে আমাদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা পূজা।

   দৌলতদিয়া বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ পোদ্দার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের পূজা মণ্ডপের সকল সাজসজ্জার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বরাবরের মতো এবারও আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা করছি। 

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ