ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
রাজবাড়ী জেলায় নতুন আরো ১০৫ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ১৯২৪ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১৫ ১৬:০৩:৫৮

রাজবাড়ী জেলায় একদিনে আরও ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২৪ জন।       রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল শনিবার (১৫ই আগস্ট) জেলার আরও ১৭৩ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ১২ই আগস্ট নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ১০৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫৬ জন, পাংশা উপজেলার ২২ জন, কালুখালী উপজেলার ১ জন, বালিয়াকান্দি উপজেলার ২১ জন ও গোয়ালন্দ উপজেলার ৫ জন রয়েছেন। 
  সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৮ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার মধ্যে ৭ হাজার ৯২৪ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ১৬৫ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৮ জন মারা গেছেন। এছাড়া ২৭ জন হাসপাতালে ভর্তি এবং ৮৬৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

 

কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
ফরিদপুরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ