ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
রাজবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষ্যে ২৮ কলোনী জামে মসজিদের উদ্যোগে শোভাযাত্রা
  • লাবনী আক্তার
  • ২০২২-১০-১০ ১৪:৪৫:৫২

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষ্যে রাজবাড়ীর লক্ষ্মীকোল ২৮ কলোনী জামে মসজিদের উদ্যোগে গত ৯ই অক্টোবর বিকালে জশনে জুলুছে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

  মসজিদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে রাজবাড়ী বাজার ও প্রধান সড়ক হয়ে খানকা শরীফ বড় মসজিদ ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। 

  শোভাযাত্রায় রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রব বিশ্বাস, ৯নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম তুহিন মন্ডল, রাজবাড়ী আঞ্জুমান-ই কাদেরীয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী খোকন, ২৮ কলোনী জামে মসজিদ কমিটির সহ-সভাপতি ইলিয়াস শেখ, ধর্মীয় সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, মুয়াজ্জিন রবিন বিশ্বাস, পাবনার মাওলানা মনজুরুল আলম কাদেরী, মতিয়াগাছি ইমামবাড়া শরীফের পেশ ইমাম মাওলানা আলামিন হোসাইন কাদেরী, সেলিম রেজাসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। 

  শোভাযাত্রার পূর্বে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু মোবাইল ফোনে অংশগ্রহণকারীদের পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) এর শুভেচ্ছা জানান। 

পাংশার কুদ্দুস হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক তোজামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ