ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর পৌরসভায় আলোচনা ও দোয়া মাহফিল
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৮-১৬ ১৬:৪১:৫৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর পৌরসভার আয়োজনে গতকাল ১৬ই আগস্ট দুপুরে পৌরসভার হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর পৌরসভার আয়োজনে গতকাল ১৬ই আগস্ট দুপুরে পৌরসভার হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু’র সভাপতিত্বে আলোচনা সভায় পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, সচিব তানজিলুর রহমান মিলন, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, সৈয়দ আশরাফ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা ফজলুল করিম আলাল প্রমুখ বক্তব্য রাখেন। 
  আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন মুনির।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ