ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-১৬ ১৪:৩৭:২৪

জাতীয় ইঁদুর নিধন অভিযান (১১ই অক্টোবর থেকে ১০ই নভেম্বর) উপলক্ষ্যে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৬ই অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ মাছিদুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কৃষি প্রকৌশলী ড. শাহ্ ইউসুফ আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন সেক ও উপজেলা খাদ্য পরিদর্শক শ্যাম সুন্দর সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ইঁদুর প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্যশস্যের ক্ষতিসাধন করে। এ জন্য ইঁদুর দমন করতে হবে। 
  আলোচনা সভার শেষে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে ইঁদুর নিধনের প্যাকেটজাত বিষ বিতরণ করা হয়। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ