জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) এর ফরিদপুর জেলা শাখার আয়োজনে গতকাল ১৭ই আগস্ট দুপুরে ফরিদপুর শহরের বেসরকারী পরিচর্যা হাসপাতালের কনফারেন্স রুমে ওষুধ ব্যবসায়ীদের নিয়ে যক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
নাটাব-এর ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান।
নাটাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচনের সভাপতিত্বে সেমিনারে ‘যক্ষা কোন মরণ ব্যাধি নয়, নিয়মিত চিকিৎসায় যক্ষা সম্পূর্ণ ভালো হয়’ শীর্ষক মূল আলোচনা করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যক্ষা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ মোস্তফা আরিফ। এ সময় নাটাব-এর ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী শাহিনুল ইসলাম, ওষুধ ব্যবসায়ী হাফিজুর রহমান ও আশরাফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। ফরিদপুরের ৩৫ জন ওষুধ ব্যবসায়ী সেমিনারে অংশগ্রহণ করেন।