ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের ডিজিটাল সেবাসমূহ প্রদর্শন
  • রফিকুল ইসলাম/আসাদুজ্জামান নুর
  • ২০২২-১১-১৮ ১৩:১৭:০৪

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। 

  গতকাল ১৮ই নভেম্বর সকালে ফিতা কাটার পর বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

  এরপর মেলার মঞ্চে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, স্বাগত বক্তা হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) আসাদুজ্জামান রিপন ও অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অভিযান) মোঃ রেজাউল করিম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মদ, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিন, রাজবাড়ী পাসপোর্ট অফিসের উপ-পরিচালক প্রবীর বড়ুয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিএসবির ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, বোয়ালমারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সরকারী পর্যায়ে কী কাজ করছি সেটা মানুষের মাঝে জানানো। যারা সরকারী চাকরি করি তাদের উদ্ভাবনী প্রবণতা বৃদ্ধি করা। মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালে যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি এই ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের যে স্বপ্ন দেখিয়েছিলেন তার কার্যক্রম শুরু হয়। সেটা বাস্তবায়নের একটা পর্যায়ে আমরা চলে এসেছি। দপ্তরগুলো ডিজিটালি কাজ করছি। কিন্তু সেবা গ্রহীতাদের অনেকেই সেটা ভালোমতো জানেন না। তাদেরকে সেটা জানানো মেলার অন্যতম উদ্দেশ্য। আগামী ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ-সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারা দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হচ্ছে। 

  জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ বলেন, আজকে আমাদের সন্তানরা ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সকল তথ্য পাওয়া যায়। আর্থিক লেনদেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ বিভিন্ন সেবা গ্রহণ করা যায়। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০৪১ সালের আগেই আমরা উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হতে চাই। এ জন্য তথ্য-প্রযুক্তিকে আরও উন্নত করতে হবে। ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু শিল্প বা অর্থনৈতিক উন্নয়ন হলেই হবে না, সংস্কৃতিতেও উন্নত হতে হবে।    

  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশের বিষয়টি আজ বাস্তবে পরিণত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হতে হলে আমাদেরকে আরও উদ্ভাবনী হতে হবে। জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সব কর্ম প্রয়াসকে এক জায়গায় এনে দেশকে এগিয়ে নিতে হবে। সততা, নৈতিকতা, আন্তরিকা ও দেশাত্মবোধ থাকতে হবে।   

  আলোচনা পর্বের শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। 

  উল্লেখ্য, আজ ১৯শে নভেম্বর বিকাল ৪টায় এই মেলা সমাপ্ত হবে। মেলার ৪টি প্যাভিলিয়নের ৮০টির মতো স্টলে সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাগণ কর্তৃক নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ