ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
রাজবাড়ীর আলাদীপুরের বেকারী ও বড়পুলের মুদী দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-২৩ ১৪:০১:৫৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকার ১টি বেকারী ও পৌরসভার বড়পুল এলাকার ১টি মুদী দোকানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২৩শে নভেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
  অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় আলাদীপুর বাজারের মা আমিরুন বেকারীর মালিককে ৭ হাজার টাকা এবং বড়পুল এলাকার (বাস মালিক সমিতির অফিস সংলগ্ন) অয়ন স্টোরের মালিককে ১হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

 

রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সোনার মানুষ গড়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে--সাবেক গভর্ণর ড. আতিউর রহমান
সর্বশেষ সংবাদ