ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনে এমপি
  • মোক্তার হোসেন
  • ২০২২-১১-২৩ ১৪:০৯:৩৭

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
  গতকাল ২৩শে নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
  জানা যায়, ১৯১৬ সালে পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ২০১৮ সালে সরকারীকরণ হয়। এরই মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
  এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
  পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন জানান, খুব শিঘ্রই পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

রাজবাড়ীতে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যের কমিটি ঘোষণা
 রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ