ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
কালুখালীর মদাপুর ও গান্ধিমারা বাজারের ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-২৭ ১৩:২৭:৫৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ও গান্ধিমারা বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ২৭শে নভেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।

  অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মদাপুর বাজারের মাতুল এন্ড রাতুল স্টোরকে ৩ হাজার টাকা, মজনু মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা এবং গান্ধিমারা বাজারের জয় ফার্মেসীকে ৪ হাজার টাকা ও সাহা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।  

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ