ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
বালিয়াকান্দিতে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-২৯ ১৫:৪৮:৩১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯শে নভেম্বর সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
   উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুল বারেক বিশ্বাস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ