ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গার তালতলায় শ্বশুর বাড়ী থেকে ভুয়া পুলিশ গ্রেফতার
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-০৩ ১৪:০৫:১৬

রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ১নং সড়কের তালতলা এলাকায় শ্বশুর বাড়ী থেকে ফারহান মন্ডল (৩৭) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। 
   গতকাল ৩রা ডিসেম্বর দুপুরে স্থানীয়দের সহায়তায় শ্বশুর বাড়ীর লোকজন তাকে আটকে রেখে রাজবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃত ফারহান মন্ডল রংপুরের পীরগাছা উপজেলার কাসেম মন্ডলের ছেলে। 
   জানা গেছে, গ্রেফতারকৃত ফারহান কয়েক মাস আগে কিছুদিন পূর্বে নিজেকে ঢাকায় কর্মরত পুলিশের এসআই পরিচয় দিয়ে বেড়াডাঙ্গা তালতলা এলাকার জাফর মিয়ার মেয়েকে বিয়ে করে। পরে সে তার শ্যালককে খুলনা বিআরটিএ’র অফিস সহকারী পদে চাকরী নিয়ে দেয়ার কথা বলে শ্বশুরের কাছ থেকে ৭ লক্ষ টাকা ও স্ত্রীর সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে আত্মসাৎ করে। পরবর্তীতে শ্বশুর বাড়ীর লোকজন জানতে পারে সে আদৌ পুলিশের চাকরী করে না এবং সে বিবাহিত ও তার একটি ছেলে রয়েছে। 

 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ