পূজা উদযাপন পরিষদের গোয়ালন্দ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ই ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের বালক সমিতি পূজা মন্দির প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে গোয়ালন্দ উপজেলা শাখার নতুন কমিটিতে পুনরায় বিপ্লব ঘোষকে সভাপতি ও পৌর কাউন্সিলর কার্তিক ঘোষকে সাধারণ সম্পাদক এবং পৌর শাখার নতুন কমিটিতে পুনরায় অপূর্ব সাহা দ্বিজেনকে সভাপতি ও আকাশ সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিপ্লব ঘোষের সভাপতিত্বে ও অপূর্ব সাহা দ্বিজেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, প্রধান বক্তা হিসাবে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বিশেষ অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চক্রবর্তী, সাধারণ সম্পাদক কোমল কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, তনয় চক্রবর্তী শম্ভু, সাংঠনিক সম্পাদক তন্ময় দাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল ও গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।