ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গোয়ালন্দে শ্রেষ্ঠ ৫জন জয়িতাকে সম্মাননা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-১০ ১৩:১২:০৭

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে গত ৯ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহ মোঃ শরীফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার ও সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। 

  আলোচনা পর্বের শেষে ফুল, উত্তরীয়, সনদপত্র ও ক্রেস্ট দিয়ে জয়িতাদেরকে সম্মাননা জানানো হয়। তারা হলেন-নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা রিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা আরিফা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সাহিদা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নাসরিন আক্তার ইতি এবং সফল জননী কমেলা বেগম।  

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ