ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ীর দুইটি স্কুলে ক্রীড়া সামগ্রী দিলেন সংরক্ষিত মহিলা এমপি সালমা চৌধুরী রুমা
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১২-১৩ ১৪:৩৪:৪৪

রাজবাড়ী সদর উপজেলার ২টি স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
  গতকাল ১৩ই ডিসেম্বর দুপুরে তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ক্রীড়া সামগ্রীগুলো (ফুটবল, ভলিবল, ক্রিকেট-ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম, দাবা) বিতরণ করেন। এ সময় বিদ্যালয় ২টির শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  ক্রীড়া সামগ্রীগুলো বিতরণকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল তোমাদের মতোই ছোট ছিল। খেলাধুলা পছন্দ করতো। কিন্তু বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেও শহীদ হয়। শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে তোমাদেরকে এইসব খেলাধুলার সামগ্রী দেয়া হলো। তোমরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করবে। শিক্ষক ও অভিভাবকদের কথা শুনবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে। ভালো মানুষ হয়ে দেশের সেবা করতে হবে। 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ