ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
পাংশায় নাট্যালোকের ৫দিনের বার্ষিক নাট্যোৎসব সম্পন্ন
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-২৩ ১৩:২০:০৩

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে গতকাল ২৩শে ডিসেম্বর রাতে ‘আনারকলি’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে নাট্যালোক আয়োজিত মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ৫দিন ব্যাপী নাট্যোৎসব সম্পন্ন হয়েছে।

  বিশিষ্ট নাট্য অভিনেতা ও পরিচালক লিটু করিম ও মকুল কুন্ডুর নির্দেশনায় ৫দিন ব্যাপী নাট্যোৎসবে সঞ্জীব কুন্ডু, বিকাশ বসু, লিটু করিম, মকুল কুন্ডু, চৈতন্য বসাক, হিমাংশু কুন্ডু রকেট, আরিফ খান, দেবাশীষ কুন্ডু, শ্যামল শিকদার, খোন্দকার হাফিজুল ইসলাম, আশীষ শাহ, খোকন বিশ্বাস, আব্দুল ওয়াহাব, ফরিদ মন্ডল, আবু দাউদ, একেএম শরিফুল মোরশেদ রনজু, শীলা ভট্টাচার্য্য, লক্ষèী ভট্রাচার্য্য, বাসন্তি সাহা, ভারতি বিশ্বাস ও শিশু শিল্পী অহনা কুন্ডু অভিনয় করেন। 

  নাট্যোৎসবে সহযোগিতা করেন- রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ মোক্তার হোসেন, মোঃ নিজাম উদ্দিন, সৈয়দ নূরই-আলম ইমরোজ, অসীত কুমার কুন্ডু, অপু সরোয়ার, শামীম মাহমুদ, অসিত কুমার অধিকারী, নিরঞ্জন কুন্ডু, প্রভাত কুন্ডু, নিতাই বিশ্বাস, গোলক কুন্ডু, স্বপন সরকার, হরেন্দ্রনাথ মন্ডল ও রেজা খান। বিপুল সংখ্যক নারী-পুরুষ শান্তিপূর্ণ পরিবেশে নাটক উপভোগ করেন। 

  নাট্যালোকের সভাপতি উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার দত্ত, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ বসু, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ