ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীর অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-২৯ ১৩:৩৪:২৩

রাজবাড়ী শহরের অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
  গতকাল ২৯শে জানুয়ারী সকালে স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
  অনুষ্ঠানে অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নাইয়ার সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা ও জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠান সঞ্চালনা করে স্কুলের সিনিয়র শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু ও কামরুন্নেসা জাফরান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমাদের সময়ে স্মার্ট মোবাইল ফোন ছিল না। দিনের অধিকাংশ সময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংগীত চর্চা ও বই পড়ার মধ্যে সময় কাটাতাম। এখন স্মার্ট মোবাইল ফোন হওয়াতে শিক্ষার্থীরা খেলাধুলা বাদ দিয়ে মোবাইল ফোনে বেশী আশক্ত হয়ে যাচ্ছে। যা আমাদের শিক্ষার্থীদের জন্য মোটেও ভালো না। শরীর ও মন ভালো রাখাতে হলে আমাদের মোবাইল ফোন ব্যবহার কমিয়ে লেখাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সময় ব্যয় করতে হবে। তবে সব কিছুই করতে হবে লেখাপড়াকে ঠিক রেখে। তবেই আমাদের ভবিষ্যত প্রজন্ম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পাড়বে। 
  বক্তব্য শেষে জেলা প্রশাসক স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ