ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
গোয়ালন্দে প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস পেল ১০জন বীর মুক্তিযোদ্ধা
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-১৫ ১৪:৪৭:১৩

 গৃহহীন, মৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা পরিবারকে ‘বীর নিবাস’ উপহার দিচ্ছে সরকার। 
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিকভাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের হাতে নির্মিত ৫ হাজার “বীর নিবাস”-এর চাবি হস্তান্তর করেছেন। 
  গতকাল ১৫ই ফেব্রুয়ারী দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫হাজার বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তালিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে ১০জন বীর মুক্তিযোদ্ধা বীর নিবাস পেয়েছেন।
  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
 প্রধানমন্ত্রী কর্তৃক চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এ ১০জন বীর মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
  এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল জানান, “বীর নিবাস” নামে পরিচিত প্রতিটি ৬৩৫ বর্গফুট বাড়ীতে দুটি শোবার ঘর, দুটি শৌচাগার, একটি খাবার ঘর ও একটি রান্নাঘর রয়েছে। প্রতিটি বাড়ী নির্মাণে খরচ হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।

 

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ