শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে রাজবাড়ী লেডিস ক্লাব। এ সময় রাজবাড়ী লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক আবু কায়সার খানের সহধর্মিনী জিনাত আফরিন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সহধর্মিনী তামান্নুর মোস্তারী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা ও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।