রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর শিশু নিকেতন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গতকাল ২৬শে ফেব্রুয়ারী বিকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেখ মোঃ জাহিদুন্নবীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মামুন গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক শাহীন শাহাবুদ্দিন মামুন, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, আরব সাহেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোঃ ফরিদ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত(অনারারী) ক্যাপ্টেন মোঃ আলী আহসান চৌধুরী, বরাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া শাজাহান, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন সেখ, মরডাঙ্গা ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন ও বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার মোঃ ফিরোজ মিয়া বক্তব্য রাখেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, ডাঃ আব্দুর রহিম শেখ, শিক্ষক মহিদুল ইসলাম, আকরাম হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা মন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মোঃ আনোয়ার হোসেন।