ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে হেরোইনসহ মহিলা বিক্রেতা গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০২-২৬ ১৪:০২:০৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আমতলা দক্ষিণ বালিয়াকান্দি গ্রাম থেকে গত ২৫শে ফেব্রুয়ারী রাত ৮টার দিকে মাদকদ্রব্য বিক্রিয়কালে ৩৫ পুড়িয়া হেরোইনসহ এলিনা আক্তার(৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। 

  আটককৃত এলিনা আক্তার ওই গ্রামের জলিল শেখের স্ত্রী। তার স্বামী ইতিপূর্বে হেরোইনসহ গ্রেফতার হয়ে রাজবাড়ী কারাগারে রয়েছে।

  বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, গত ২৫শে ফেব্রুয়ারী রাত ৮টায় স্থানীয়রা তার ভাড়াটে বাসায় হেরোইন বিক্রির সময় আটক করে। পরে পুলিশকে খবর দেয় এবং এসআই টিটুল হোসাইনসহ সঙ্গীয় ফোর্সের কাছে সোপর্দ করে।

  এ ঘটনায় এস আই টিটুল হোসাইন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। গতকাল ২৬শে ফেব্রুয়ারী গ্রেফতারকৃত এলিনাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ