রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৮ই মার্চ সকালে দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতি কার্যালয় থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় গোয়ালন্দ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা খাতুন, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মনজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর আখি আক্তারের সঞ্চালনায় বক্তারা নারী নির্যাতন, কর্মক্ষেত্রে নারী বৈষম্য ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।