রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হেড কোয়ার্টার থেকে মৃগী বাজার পর্যন্ত প্রায় ১১কিলোমিটার সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন থেমে রয়েছে।
তিন বছর আগে কাজটি শুরু হলেও এখনো শেষ হয়নি। সড়কের অন্যান্য কাজ হলেও এখনো অর্ধেকের বেশির ভাগ সড়কে কার্পেটিং করা হয়নি। ফলে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে পথচারী ও ব্যবসায়ীরা। সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি তাদের।
স্থানীয় ও পথচারীরা জানান, ২০২০ সালের শেষের দিকে এই সড়কটির সংস্কার কাজ শুরু হয়। মাঝে মাঝে কাজ বন্ধ রেখেছিল ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। দুই বছর অতিবাহিত হলেও এখনো কাজ শেষ হয়নি। কার্পেটিং না করায় সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
অপরদিকে দীর্ঘদিন ধরে ইটের খোয়ার ওপর দিয়ে চলাচলে ধুলায় অতিষ্ট হয়ে পড়েছেন পথচারী ও সড়কের পাশে থাকা দোকানীরা। সম্প্রতি বৃষ্টি হওয়ায় কাঁদামগ্ন হয়ে পিচ্ছিল হয়ে গেছে সড়কটি। ফলে দুর্ভোগের পাশাপাশি যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কারের দাবী তাদের।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ১১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৭৭১ টাকা চুক্তিমূল্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সড়কটির নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম। ২০২২ সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও সড়কটির সংস্কার কাজ এখনো শেষ হয়নি।
সড়ক সংস্কারের তদারকিতে নিয়োজিত উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান বলেন, কার্পেটিং ছাড়া সড়কের অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। ১০.৯ কিলোমিটারে সড়কের মধ্যে ৩.৭ কিলোমিটার সড়ক কার্পেটিং করা হয়েছে। বর্তমানের সংস্কার কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আল-আমিন বলেন, সড়কটির নির্মাণ কাজ ২০১৭-১৮ সালের বাজেটের। বর্তমানের নির্মাণ সামগ্রীর দাম অনেক বেশি এ জন্য আমরা নির্ধারিত সময়েরে মধ্যে কাজটি শেষ করতে পারিনি। কাজের মেয়াদ তিন ধাপে বাড়ানো হয়েছে। অতিদ্রুত সড়কের বাকি কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে। তৃতীয় ধাপে বাড়ানো মেয়াদ শেষ হওয়ার আগেই সড়কের সংস্কার কাজ শেষ করা হবে।
পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন সময় ধাপে ধাপে কাজ করছে। এখনো কাজটি শেষ করতে পারেনি। কাজটি শেষ করার জন্য একাধিবার মৌখিক ও লিখিত ভাবে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজটি শুরু করবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরু না করলে কাজটি বাতিলের জন্য চিঠি করা হবে।