মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে গত ২৮শে মার্চ কাতার কাতারের রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টের হল রুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এবংসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মোঃ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে শহীদ পরিবারের সন্তান সৈয়দ আনা মিয়া, কাতার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ কালচার একাডেমীর সভাপতি ও কাতার আওয়ামী লীগের সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, বৃহত্তর বাক্ষ্মনবাড়ীয়া ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল, কাতার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি তাজুল ওয়াহিদ ও স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল বক্তব্য রাখেন।
এ ছাড়াও কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা রাজ রাজীব, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি ই এম আকাশ, সহ-সভাপতি এমদাদ হোসেন, জাসদ কাতার শাখার সাধারণ সম্পাদক তৌফিক-ই এলাহি চৌধুরী, মাহবুবুল আলম শিপন, জাতীয় পার্টি সভাপতি হাজ্বী বাশার, প্রবাসী কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন, ছাত্রলীগ সভাপতি সেলিম সরকার জিসান ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।