রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুড়াপাড়া গ্রামে গতকাল ১৮ই এপ্রিল পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসানের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেদী হাসান পাংশা পৌরসভা এলাকার পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাঃ মুকতাহিম সাফারী। পরিবার পরিকল্পনা পরিদর্শক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।