ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে তীব্র তাপদাহের মাঝে বিদ্যুতের মারাত্মক লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  • মীর শামসুজ্জামান
  • ২০২৩-০৪-১৮ ১৫:১৫:৪১

 সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও চলছে তীব্র তাপদহ। গত এক সপ্তাহ ধরে চলা তীব্র তাপদহ ও বিদ্যুতের মারাত্মক লোডশেডিংয়ে জনজীবন হচ্ছে বিপর্যস্ত।
  জীবিকার তাগিদে বাইরে বের হওয়া প্রায় প্রতিটি মানুষের গরমে হাঁসফাঁস অবস্থা। সবচেয়ে বিপদে খেটে খাওয়া মানুষ। এরই মাঝে মারাত্মকভাবে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। এক ঘন্টা পর পর লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।
  অপরদিকে ইফতার, তারাবী ও সেহরির সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে রোজাদাররা। এছাড়াও ঠিক মত বিদ্যুৎ না থাকায় কৃষকের সেচ যন্ত্রও ঠিক মতো চলছে না। এতে ফসলি জমিতে সেচ কাজ ব্যাহত হচ্ছে।
  তবে বিদ্যুৎ বিভাগ বলছে, তীব্র তাপদাহ ও অতিরিক্ত গরমে বিদ্যুৎ এর চাহিদা বেড়েছে কয়েকগুণ। রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন হলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় বেড়েছে লোডশেডিং। তবে কবে নাগাদ এর সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তারা।
  রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা সবুজ শেখ বলেন, অসহনীয় গরমের মধ্যে শুরু হয়েছে লোডশেডিং। এক ঘন্টা পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষ করে ইফতার, তারাবী ও সেহরীর সময় বিদ্যুৎ থাকছে না। ফলে আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
  রাজবাড়ী সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তূর্য বলেন, রাতে মারাত্মকভাবে লোডশেডিংয়ের কারণে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এমনিতেই প্রচন্ড গরম, তার মধ্যে বিদ্যুৎ চলে গেলে রুমের মধ্যে বসে থাকা যাচ্ছে না। আধা ঘন্টা, এক ঘন্টা পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। 
  অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মীম বলেন, ঈদের পরে আমার অনার্স ৩য় বর্ষের পরীক্ষা। দিনের বেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়ালেখা নিয়ে ভোগান্তিতে পড়েছেন তিনি। তার ভাষ্য, দিনের বেলায় তো বিদ্যুৎ যায় আসে। রাতেও একই অবস্থা। এমনও হয়, পড়তে বসেছি আর বিদ্যুৎ চলে গেছে। সে সময় গরমে বা অন্ধকারে আর পড়া হয় না। এভাবে বিদ্যুৎ যাওয়া আসার কারণে লেখাপাড়া বাধাগ্রস্ত হচ্ছে।”
  জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতে বিভিন্ন এলাকা ভেদে ৫ থেকে ১০ ঘন্টা বা এরও বেশি সময় ধরে থাকছে না বিদ্যুৎ। ফলে গরমে সব বয়সের মানুষের কষ্ট বাড়লেও শিশু ও বয়স্কদের বেশি অসুবিধা হচ্ছে। বিদ্যুতের এরকম আসা যাওয়াতে চরম ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
  রাজবাড়ী বিদ্যুৎ উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী খন্দকার আবু বকর সিদ্দিক বলেন, এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। ফলে সারাদেশেই লোডশেডিং বেড়েছ। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রচন্ড কষ্ট হচ্ছে। 
  তিনি বলেন, রাজবাড়ীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী(ওজোপাডিকো) ও পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবারহ করা সম্ভব হচ্ছে না। এই জেলাতে অফপিক আওয়ারে দরকার ৬০ থেকে ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ। সেখানে আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে ৪০ মেগাওয়াট। অপরদিকে পিক আওয়ারে ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। সেখানে আমাদের বরাদ্দ ৪৮ থেকে ৫০ মেগাওয়াট। রাজবাড়ীর ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র পাচ্ছে ৪০-৪৫ মেগাওয়াট বিদ্যুৎ। আমাদের চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকার কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে বলে জানান তিনি।
  ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) রাজবাড়ী জেলার নিবার্হী প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, লোডশেডিং সারা বাংলাদেশেই হচ্ছে। যতটুকু জানতে পেরেছি কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় এই অসুবিধা সৃষ্টি হয়েছে। তবে আশা করা যাচ্ছে সহসায় এই সমস্যার সমাধান হবে।
  তিনি আরও বলেন, আমাদের রাজবাড়ী জেলায় বিদ্যুতের চাহিদা ৮০ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি ৪৮ থেকে ৫০ মেগাওয়াট। ৩০ মেগাওয়াটই ঘাটতি থেকে যাচ্ছে। এই ৩০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়ার কারণে পাঁচ উপজেলাতেই লোডশেডিং দিতে হচ্ছে। এর মধ্যে আমাদের সদর উপজেলায় বিদ্যুতের চাহিদা ২৪ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি ১৬ মেগাওয়াট। এরকম প্রত্যক উপজেলাতেই চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ