পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই বদলে গেছে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটের চিরচেনা দৃশ্যপট। ব্যস্ততম সেই ঘাটে এখন নেই কোন যানজট, কোন ধরনের ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরীতে পারাপার হচ্ছে সকল যানবাহন।
গতকাল ২০শে এপ্রিল ঘাটে অবস্থান করে দেখা যায়, ফেরী ঘাটের যাত্রী ও যানবাহনের চাপ কম থাকলেও লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের গতকালের চেয়ে একটু বাড়তি চাপ রয়েছে। এবারের ঈদে কোন প্রকার ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে যাত্রীরা এমন আশাই করছে ঘাট কর্তৃপক্ষ।
ঘাট সংশ্লিষ্টরা জানায়, এবারের ঈদযাত্রায় যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ২০টি ফেরী ও ৩৩টি লঞ্চ চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। সেই সঙ্গে ঘাটকে যানজটমুক্ত রাখতে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষ যাতে স্বস্তিতে বাড়ী ফিরতে পারে সে জন্য নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রা পথে ভোগান্তি, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, সড়কে যানজট নিরসনসহ ঘাট এলাকায় সার্বক্ষণিক কঠোর নজরদারি করছে প্রশাসন।
এই নৌরুট দিয়ে পারাপাররত যাত্রী ও চালকরা জানান, পূর্বে এ রুটে যাতায়াত করতে দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো। এখন স্বল্প সময়ে দ্রুত গন্তব্যে যেতে পারি। ঈদে অতিরিক্ত যাত্রী ছুটলেও যানবাহন ও যাত্রীদের যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় না।
বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক সুপারভাইজার মোঃ শিমুল বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটের জন্য ৩৩টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে ২২টি লঞ্চ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে, বাকী লঞ্চগুলো কাজির হাট-আরিচা, আরিচা-দৌলতদিয়া রুটে চলাচল করছে। লঞ্চে গতকালের চেয়ে ঈদে ঘরমুখো মানুষের চাপ আজ একটু চাপ বেশী। তবে যাত্রী ধারণক্ষমতা মেনেই পারাপার করা হবে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির বলেন, পবিত্র ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নদীতে রয়েছে নৌ-পুলিশের টহল। আমরা ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঘাটে সব সময় টহলে রয়েছি।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহ উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। ঈদে ঘরমুখো মানুষ যেন কোন ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ী পৌঁছাতে পারে সে ব্যাপারে সর্বক্ষনিক কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বর্তমান তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তিনটি ঘাটে রয়েছে ছয়টি পকেট। এই ছয় পকেটে ছয়টি ফেরী ভিড়তে পারছে।