ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
বার্ষিক হালখাতা উপলক্ষে রাজবাড়ীর মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের ব্যতিক্রমী আয়োজন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১০ ০৩:৪৮:০৫

বার্ষিক হালখাতা উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে রাজবাড়ী কাঁচা বাজার আড়ৎপট্টির কৃষি বীজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আরাফাত কৃষি ভান্ডার।

 হালখাতার প্রচলিত নিয়ম হচ্ছে সারা বছরের লেনদেনের পাওনা টাকা পরিশোধ করে মিষ্টামুখ করা। সর্বত্রই এ রকম হালখাতার দৃশ্য দেখা গেলেও বরাবরের মতো মেসার্স আরাফাত কৃষি ভান্ডার এবারো করেছেন ব্যতিক্রমী নানা আয়োজন।

জানা গেছে, গতকাল ৯ই মে ছিল মেসার্স আরাফাত কৃষি ভান্ডার ভান্ডারের বার্ষিক হালখাতা। তবে এবার ব্যবসা প্রতিষ্ঠানে নয়। প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ আলাউদ্দিন হোসেন শতাধিক আদর্শ কৃষক ও কৃষি পণ্যের ডিলার ব্যবসায়ীদের বাসযোগে আনন্দ ভ্রমণে নিয়ে যান কুষ্টিয়া জেলার কুমারখালীতে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ীতে। সেখানেই আয়োজন করেন দিনব্যাপী নানা কর্মযজ্ঞ।

এসব কর্মযজ্ঞের মধ্যে শুরুতেই বিষমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করতে বিশেষ নাটিকা পরিবেশিত হয়। এতে অংশ নেয় কৃষকরা।

এরপর আলোচনা সভায় বালিয়াকান্দি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব রহমান, কালুখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলোক কুমার প্রামানিক, লাল তীর সীড কোম্পানীর ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, রিজওনাল ম্যানেজার হারুনুর রশীদ, ইস্পাহানী এগ্রো লিমিটেডের টেরিটোরী অফিসার মোঃ রুবেল হোসেন, মেসার্ম আরাফাত কৃষি ভান্ডারের প্রোপাইটর মোঃ আলাউদ্দিন হোসেনসহ আদর্শ কৃষক ও কৃষিপণ্য ব্যবসায়ীরা বক্তব্য দেন।

এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর গ্রামের কৃষক মোঃ তাজু মন্ডল।

পরে সেরা (সেলসের ক্ষেত্রে) ৫ কৃষি পণ্য ব্যবসায়ীদের মাঝে রাইস কুকার ও ৬জনকে প্যান্ট এবং শার্টের পিস উপহার দেওয়া হয়।

এছাড়াও সবার জন্য ছিল লাকী কুপনের ব্যবস্থা। এতে ২টি মোবাইলসহ ২০টি নানা প্রকারের পুরস্কান পান বিজয়ীরা।

দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করার পাশাপাশি আদর্শ কৃষক ও রিট্রেইলাদের মাঝে দেয়া হয় উন্নতমানের খাবার। এ ব্যতিক্রমী হালখাতায় মুগ্ধ ব্যবসায়ী ও কৃষকরা।

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ