ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
দৌলতদিয়ায় পুলিশের অভিযানে হেরোইন ও জুয়া খেলার সামগ্রীসহ ৫জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৫-২১ ১৫:০৮:১১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া সংলগ্ন পাঁচতারা বোডিংয়ের ভিতর থেকে গত ২০শে মে বিকালে জুয়া খেলাকালে নগদ সাড়ে ৩হাজার টাকা ও ৫২টি তাসসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার তাহের কাজী পাড়া এলাকার মৃত হযরত সরদারের ছেলে আফজাল হোসেন (৩৫), বেপারীপাড়া এলাকার মৃত হবি মোল্লার ছেলে হালিম মোল্লা (৩৫), হোসেন মন্ডল পাড়া এলাকার মৃত ফকরুদ্দিন ফকিরের ছেলে আবুল ফকির (৪৫) ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকার সুলতান শিকদারের ছেলে শাওন শিকদার (২৮)।

এছাড়াও একই দিন সন্ধ্যায় দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৩ গ্রাম ওজনের ৩০পুড়িয়া হেরোইনসহ রনি ফকির (২৪) এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম ভবদিয়া দেলবাড়ী এলাকার আহম্মদ ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। 

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ