ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ী খানখানপুর বাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৬-২৩ ০২:২২:০২

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

  গতকাল ২২শে জুন দুপুরে খানখানাপুর বাজারের ড্রিলসেডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 

  খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদত হোসেন, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম লাল, খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক লতিফ লাল, বাজারের ইজারাদার মোঃ লুৎফর রহমান লুতু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহীম সরদার ও নবকুমার দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ। এ সময় খানখানাপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বাজার ব্যবসায়ীগণ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। তারই ধারবাহিকতায় আজকে খানখানাপুর বাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন ধারা অব্যাহত রাখেননি বরং দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে গ্রামে শহরে রুপদান করেছেন। তার এই উন্নয়নের ফলেই আজকে গ্রামের মানুষ শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করছে।

  তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতে যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে পারেন সেই জন্য সকলকে পুনরায় আওয়ামী লীগে ভোট দিতে হবে বলে উল্লেখ করেন। 

  উল্লেখ্য যে, প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী রাজবাড়ী সদর উপজেলা ও খানখানাপুর বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে উন্নয়ন প্রকল্পের আওতায় বাজারে সৌর বিদ্যুৎ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন ও ওয়াস ব্লকের উদ্বোধন করেন।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ