ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
তৃণমূলে সংগঠনকে বেগবান করতে রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৭-০৪ ১৫:৫০:৪৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে বেগবান করতে রাজবাড়ী সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভার ধারাবাহিকতায় গতকাল ৪ঠা জুলাই বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের হলরুমে খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। 
  ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য দেন।
  খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্রামুজ্জামান রঞ্জু চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আকবর আলী মর্জি, সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান মোঃ রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, সদস্য এডভোকেট নিজাম উদ্দিন শেখ, খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুল রহমান সোহান, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবলু, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী বক্তব্য দেন।  
  কর্মী সভায় সঞ্চালনা করেন খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু নাসির।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ