ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ী সদরের ইউপি চেয়ারম্যানদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৭-২৭ ০৪:৪৭:৩৭

রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে গতকাল ২৬শে জুলাই বেলা ১২টায় নিজ কার্যালয়ে মতবিনিময় ও পরিচিত সভা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সারমীন ইয়াছমীন। 

  এ সময় মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজি, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রতন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ভুঁইয়া, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাম্মৎ শেফালী আক্তার, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান শেখ, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব শেখ ও খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরিফুর রহমান উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন গত ২৪শে জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর বিকালে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

  ৩৪তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন এর আগে মাদারীপুর জেলার ডাসার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২২ সালের ১৪ই জুলাই থেকে দায়িত্ব পালন করেন। গত ১২ই জুলাই ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।

  মানিকগঞ্জ জেলার বাসিন্দা সারমীন ইয়াছমীন ১পুত্র ও ১কন্যা সন্তানের জননী। তার স্বামী একজন ব্যাংক কর্মকর্তা।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ