ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বসন্তপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-৩১ ১৩:৫০:৫৯

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজারে গতকাল ৩০শে জুলাই ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
  প্রতিষ্ঠানগুলো হলো- আনাস মোল্লা ফার্মেসী, বাবু মিষ্টান্ন ভান্ডার ও সাব্বির ট্রেডার্স।
  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অব্যাহত অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে আনাস মোল্লা ফামের্সীকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  এছাড়া একই বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনের অপরাধে বাবু মিষ্টান্ন ভান্ডারকে ২হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে সাব্বির ট্রেডার্সকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ