ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
সাবেক গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৮-১৮ ১৫:১৯:২৭

 রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ১৮ই আগস্ট সকালে সাবেক গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তৎকালীন গণপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহচর কাজী হেদায়েত হোসেনের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  এর আগে দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী সহকারে মরহুমের কবর জিয়ারত করেন দলীয় নেতাকর্মীরা। এরপর দলীয় কার্যালয়ের মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

  পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় মরহুমের বড় পুত্র রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, মেজা পুত্র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কন্যা ডাক্তার নাইমা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সহ-সবাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি ফখরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এডভোকেট শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট শফিকুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মীর মাহফুজা খাতুন মলি, জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা আরবান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

  সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ ও উপস্থাপনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান এবং দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আটাশ কোলনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সেলিম দেওয়ান।

  এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ, জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওহাব সরদার, রাজবাড়ী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন ফকিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  এছাড়াও পারিবারিক উদ্যোগে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ৩দিন পর ১৮ই আগস্ট রাজবাড়ী শহরের কলেজ রোডে ড্রাই আইচ ফ্যাক্টারী এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী হেদায়েত হোসেন এবং তার সাথে থাকা শহরের সজ্জনকান্দা টাউন মক্তব স্কুল এলাকার বাসিন্দা বাদশা মিয়াকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

 
স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ